মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
অপহরণ হওয়া উখিয়ার সাংবাদিক জসিম আজাদকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ১০ অক্টোবর রাত সাড়ে ৯ টার দিকে উখিয়া হাসপাতালের কাছাকাছি এলাকা থেকে র্যাব-১৫ তাকে উদ্ধার করে।
র্যাব-১৫ এর কর্মকর্তা এবং অভিযানিক টিমের প্রধান হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, সাংবাদিক জসিম আজাদ অপহরণের খবর পেয়ে র্যাব-১৫ এর একটি টিম তাৎক্ষণিক অভিযান শুরু করে। অপহরণকারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহৃত সাংবাদিক জসিম আজাদকে ফেলে অপহরণকারীরা পালিয়ে যায়। সাংবাদিক জসিম আজাদকে প্রাথমিক চিকিৎসার পর র্যাব পরবর্তী এ্যাকশনে যাবে বলে র্যাব কর্মকর্তা হাফিজুর রহমান জানিয়েছেন।
প্রসঙ্গত, সাংবাদিক জসিম আজাদ উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সদস্য। মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে অপহরণ করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।