শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :
কুতুবদিয়ায় হিন্দু তথা স্বনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গা উৎসব আজ থেকে শুরু হচ্ছে। বছর ঘুরে আবারো হিন্দু তথা স্বনাতন ধর্মাবলম্বীদের প্রাণের শারদীয় দূর্গা পূজার আগমনের সুবাতাসে উল্লাসে মেতে উঠছে। আজ ২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।
২১ অক্টোবর মহাসপ্তমী, ২২ অক্টোবর মহা অষ্টমী, ২৩ অক্টোবর মহানবমী এবং ২৪ অক্টোবর দশমী তিথি প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দুর্গাপূজা।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সূত্রে জানা গেছে,এবার উপজেলায় মোট ৪৫ টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা হতে যাচ্ছে তার মধ্যে ঘট ৩১টি এবং ১৪টি প্রতিমা এছাড়া, শ্রী শ্রী দূর্গা মন্দিরের জায়গা নিয়ে আদালতে মামলা মিমাংসা না হওয়ায় পূজা উদযাপন বন্ধ থাকবে। বাকী ১৩ টিতে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।
প্রতিমা পূজার মন্ডপগুলো হচ্ছে বড়ঘোপ বাজার কুতুবদিয়া কেন্দ্রীয় কালি মন্দির, মধ্যম বড়ঘোপ কৈবর্ত্য পাড়া বানেশ্বর কালি মন্দির, পূর্ব বড়ঘোপ কৈবর্ত্য পাড়া সর্বমঙ্গলা কালি মন্দির, দক্ষিণ ধুরুং নাথ পাড়া বিমল নাথের দুর্গা মন্দির, নাথ পাড়া (দক্ষিণ) ভবানী মহাজনের দুর্গা মন্দির, লেমশীখালী সর্বমঙ্গলা দূর্গা মন্দির, আলী আকবর ডেইল জেলে পাড়া রাধাকৃষ্ণ নন্দধাম মন্দির, বড়ঘোপ মগডেইল রাধাগোবিন্দ দূর্গা মন্দির, উত্তর ধুরুং প্রদীপ পাড়া সার্বজনীন দুর্গা মন্দির, বড়ঘোপ মিয়ারঘোনা মায়ের বাড়ি কালি মন্দির, দক্ষিণ ধূরুং জলদাশ পাড়া শ্রী শ্রী জগন্নাথ মন্দির, দক্ষিণ ধূরুং নাথ পাড়া শ্রী শ্রী বৃন্দাবন মহাজনের দূর্গা মন্দির,পূর্ব বড়ঘোপ কৈবর্ত্য পাড়া মায়ের বাড়ি দূর্গা মন্দির।
কুতুবদিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজীব সেন জানান, এ পূজাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে চলছে প্রতিমা তৈরিসহ সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। শুক্রবার ( ২০ অক্টোবর)
মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে মঙ্গলবার (২৪ অক্টোবর) প্রতিমা বিসর্জ্জন মাধ্যমে শেষ হবে দুর্গাপূজা। এবারে উপজেলায় মোট ৪৫ টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা হতে যাচ্ছে তার মধ্যে ১৩টি প্রতিমা এবং ঘট ৩১টি। এর মধ্যে অধিকাংশ পূজা মণ্ডপে সিসি ক্যামেরা আওতায় থাকবে বলে জানান তিনি।
এদিকে, পূজামণ্ডপে আইনশৃঙ্খলা পরিপন্থী কোনো ধরনের কার্যক্রম হলে সংশ্লিষ্ট কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কুতুবদিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক রায়হান উদ্দিন। এছাড়া, দুইটি মোবাইল টিম ও দুইটি মোটরসাইকেল টিমসহ সাদা পোশাকে পুলিশ আনসার, সেচ্ছাসেবক টিম থাকবে বলে জানান তিনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।