শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে উৎসবের আমেজ। আর এ আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটে এসেছেন কক্সবাজার-০২ (কুতুবদিয়া-মহেশখালী) সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। তিনি মন্তব্য করে বলেন,দেশ যখন সকল ধর্মাবলম্বীদের সঙ্গে নিয়ে “ধর্ম যার যার” “উৎসব সবার” এ স্লোগানে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই চক্রান্তকারীরা আবারো দেশের মধ্যে বিভিন্ন বিভেদ তৈরি করতে মরিয়া হয়ে উঠেছে। তারা চাইছে কিভাবে অন্ধকার পথ দিয়ে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসা যায়। এ জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে চক্রান্তকারীরা কোনো রূপ সুযোগ না পায়। অসাম্প্রদায়িক চেতনা ধরে রাখতে আগামী জাতীয় নির্বাচনে উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার আহবান জানান তিনি।
শনিবার রাতে কুতুবদিয়া উপজেলার ১৩টি প্রতিমা পূজা-মন্ডপ পরিদর্শনে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি সনাতনী সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি উপজেলা পূজা-মন্ডপগুলোতে উন্নয়নে জন্য টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং পাঁচ হাজার করে প্রতিটি পূজা-মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।
এছাড়া, কুতুবদিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ তাহের,বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, কুতুবদিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক সমীর কান্তি শীল,সাধারণ সম্পাদক রাজীব সেনসহ স্থানীয় আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।