নিজস্ব প্রতিবেদক:
বিশ্বের ১০৮টি দেশ জয় করে রং উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘জতুন’ এখন পর্যটন শহর কক্সবাজারে। যেখানে মিলবে আপনার বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের ইন্টোরিয়রকে মনের মাধুরি দিয়ে সাজাতে পছন্দের সব ধরণের রং।
রবিবার (২২ অক্টোবর) বিকালে কক্সবাজার মেডিকেল কলেজের সামনে হাজি নুরুল ইসলাম সওদাগর মার্কেটে জতুনের ডিলার পয়েন্ট উদ্বোধন করেন পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী।
এরপর অতিথিদের কেক খাইয়ে দিয়ে জতুনের যাত্রার সফলতা কামনা করেন। শো-রুম ঘুরে দেখে সন্তুষ্টির কথা জানান।
নরওয়েভিত্তিক রং উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘জতুন’ ১৯২৬ সালে প্রতিষ্ঠা লাভ করে। আবহাওয়া উপযোগি রং উৎপাদন ও মানেগুনে সারাবিশ্বে ১ নং কোম্পানি হিসেবে ইতোমধ্যে স্বীকৃতি পেয়েছে জতুন। প্রতিষ্ঠানটির শ্রেষ্টত্বের কথা তুলে ধরলেন হেড অব সেলস মি. আদি -র।
তিনি জানান, পবিত্র মক্কার প্রসিদ্ধ ঘড়ি টাওয়ার, দুবাই বুরজ খলিফা, সিঙ্গাপুরের মেরিনা বে সেন্ডস, কুয়ালালামপুরের পেট্রুনাস টুইন টাওয়ারসহ বিশ্বের ২০টি আইকনিক ভবনের মধ্যে ১৪টি ‘জতুন’ দিয়ে রং করা হয়েছে।
যেখানে সর্বোচ্চ ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেখানেও টিকে থাকে জতুনের রং। যেসব দেশে সারা বছর বরফ ঝরে কিংবা বৃষ্টিপাত হয়, সেসব দেশেও জতুনের রং সেরা।
বিশ্বের টপটেন প্রতিষ্ঠান জতুনের ডিলার জাহিদ মোস্তফা জানালেন অভিজ্ঞতার কথা। কক্সবাজাবাসীকে জতুনের সঙ্গে থাকার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
কক্সবাজারে ব্যবসা সম্প্রসারণের চিত্র তুলে ধরেন জতুনের এএসএম মইনুদ্দিন জুয়েল।
উদ্বোধনী অনুষ্ঠানে আরএসএম ফখরুল ইসলাম, সেলস এক্সিকিউটিভ মুহাম্মদ ফরহাদ হোসেনসহ মান্যগন্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।