ইমাম খাইর, সিবিএনঃ
কক্সবাজার জেলায় ঘূর্ণিঝড় ‘হামুন’-এ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সাড়ে ৪ লক্ষ টাকা নগদ বরাদ্দ দেওয়া হয়েছে। যেখানে ৯ উপজেলার প্রত্যেক উপজেলা ৫০ হাজার টাকা করে পাবে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘হামুন’ এর প্রভাবে উদ্ভূত দুর্যোগ পরিস্থিতি মোকাবেলাসহ আপনকালীন সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদানের জন্য কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও, উখিয়া, টেকনাফ, চাকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী-এই ৯ উপজেলার জন্য ৫০ হাজার টাকা করে সর্বমোট সাড়ে ৪ লক্ষ টাকা অর্থ উপ-বরাদ্দ প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে চাহিদা ও প্রয়োজনীয়তার আলোকে আরো বরাদ্দ দেওয়া হবে।
তবে শর্ত থাকে যে,
১. বরাদ্দকৃত অর্থ বিতরণে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা ২০১২-১৩ ও সরকারি বিধি বিধান পালন এবং নিরীক্ষার জন্য প্রয়োজনীয় হিসাব সংরক্ষণ করতে হবে।
২. প্রাকৃতিক দুর্যোগ ব্যতীত অন্য কাজে এ বরাদ্দ বিতরণ করা যাবে না।
৩. বরাদ্দপত্র উপজেলার ওয়েবসাইটে আপলোড করতে হবে।
৪. বরাদ্দকৃত অর্থের চেক ত্রাণ শাখা হতে সংগ্রহ করতে হবে।
এদিকে, ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবেলায় মঙ্গলবার সকালে ভার্চুয়াল মিটিং করেছে জেলা প্রশাসন। এতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
জনগণকে সতর্ক ও নিরাপদ স্থানে থাকতে জেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকত ও উপকূলীয় এলাকাসমূহকে ৭ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সতর্কতা সংকেত বলবৎ রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।