সংবাদ বিজ্ঞপ্তিঃ
ঘূর্ণিঝড় হামুনে ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। সেই সঙ্গে ঘূর্ণিঝড়ে নিহত ৩ ব্যক্তির পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।
বিএনপি নেতা কাজল দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কক্সবাজার জেলার প্রায় প্রতিটি এলাকা ঘূর্ণিঝড়ের কারণে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে অনেক মানুষ গৃহহীন। রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সঠিকভাবে খাবার ও পানীয় পাচ্ছে না। এই মুহূর্তে নিরীহ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব।
দলীয় সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে ব্যক্তিগতভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন লুৎফুর রহমান কাজল।
প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, মঙ্গলবার বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে অধিকাংশ নিরীহ-অসহায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের ঘুরে দাঁড়ানোর সহায়-সম্বল নাই।
এই পর্যন্ত কক্সবাজার পৌরসভাসহ নয়টি উপজেলায় মাত্র ৬ লক্ষ টাকা সরকারিভাবে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ডেউটিন পেয়েছে মাত্র দেড়শ জন। মানুষের ক্ষয়ক্ষতির তুলনায় সরকারি এই সাহায্য খুবই অপ্রতুল।
প্রাথমিক প্রকাশিত তথ্য মতে, ঘূর্ণিঝড় হামুনে কক্সবাজার জেলায় ৩৭ হাজার ৮৫৪টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
যেখানে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ হাজার ১০৫ টি এবং আংশিক ক্ষতিগ্রস্ত বসতবাড়ির পরিমাণ ৩২ হাজার ৭৪৯। জেলায় দুর্গত মানুষের সংখ্যা ৪ লক্ষ ৭৬ হাজার ৫৪৯ জন। এসব মানুষের জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধপত্র। সঠিক সময়ে এসব সরবরাহ করতে হবে।
পাশাপাশি গৃহহারা মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করা সরকারের মৌলিক দায়িত্ব। তাতে অবহেলা করা উচিত হবে না।
এলাকা ভিত্তিক ক্ষতিগ্রস্ত লোকদের তালিকা করে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানান সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।