শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় ছুরিকাঘাতে জাকের হোসাইন (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উত্তর ধূরুং ইউনিয়নের পশ্চিম বাঁকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে লবণের মাঠে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে নুরুল আলম ও স্থানীয়রা জানান, জাকের হোছাইন গং এর সঙ্গে লবণের মাঠের জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ মোঃ সরওয়ার গং এর মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় লবণের মাঠের জমি নিয়ে জাকের হোসাইনের সাথে তর্কবির্তক হয়। তর্কবির্তকের এক পর্যায়ে মোঃ হেলাল, মোঃ তমজিদ এবং মোঃ সরওয়ার এলোপাতাড়ি বুকে ছুরি এবং দা দিয়ে আঘাত করে। পরে, স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।’