কক্সবাজারে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি

প্রকাশ: অক্টোবর ২৮, ২০২৩ ৮:৪৬ pm , আপডেট: অক্টোবর ২৮, ২০২৩ ৯:১০ pm

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


সংবাদ বিজ্ঞপ্তিঃ
ঘূর্ণিঝড় হামুনে ক্ষতিগ্রস্ত কক্সবাজার শহর, খুরুশকুল, চৌফলদন্ডী, বদরখালী ও মাতারবাড়ির বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মোঃ আক্তার হোসেন।

শুক্রবার (২৭ অক্টোবর) তিনি ক্ষয়ক্ষতি প্রত্যক্ষ করেন ও ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন।

পরিদর্শন শেষে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কক্সবাজার কমিটির সভায় যোগদান করেন তিনি।

ফেডারেশনের জেলা সভাপতি মো: ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মো: আতাউর বহমান, সহসভাপতি আজাদ হোসেন, নজরুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো: আনোয়ার কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক নুর উদ্দিন ও আবুল হাসেমসহ ফেডারেশনের নেতা-কর্মী এবং সাধারণ সরকারি কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় সভাপতির সফর সঙ্গী হিসেবে ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক মাহে আলম, প্রচার সম্পাদক মো: রাহিদুর রহমান, ঢাকা মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, খুলনা জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি মাসুদ রানা, নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি জহির রানা।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও আলোচনা সভা শেষে ২৭ অক্টোবর কক্সবাজার ত্যাগ করেন মোঃ আক্তার হোসেন।