সংবাদদাতা:
বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের নামে নৈরাজ্য ঠেকাতে মাঠে কঠোর অবস্থানে রয়েছে ঈদগাঁও আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি নেতাকর্মীরা।
রবিবার (২৯ আক্টোবর) সকালে ঈদগাঁও বাস স্টেশনসহ বেশ কিছু পয়েন্টে তাদের অবস্থান লক্ষ করা গেছে।
এ সময় তারা হরতাল বিরোধী মিছিল, শ্লোগান ধরেছে। সাধারণ মানুষকে হরতাল বয়কটের আহবান জানিয়েছে।
ঈদগাঁও উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুহেনা বিশাদ জানান, হরতাল তারা মানে না। জনগণ বিএনপি-জামায়াতের এই হরতাল প্রত্যাখ্যান করেছে। নৈরাজ্য ঠেকাতে তারা মাঠে রয়েছে।
হরতাল বিরোধী অবস্থান গ্রহণকারীদের মধ্যে রয়েছেন, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতা সোহেল জাহান চৌধুরী, ইসলামপুর সভাপতি মনজুর আলম, সাধারণ সম্পাদক শাহাজাহান চৌধুরী, জালালাবাদ সভাপতি সেলিম মোরশেদ ফরাজি, আহমেদ করিম সিকদার, আওয়ামীলীগ নেতা হাকিম, ছাত্র লীগ নেতা সাদ্দাম হোসেন, রুবেল মিয়া, ইরফানুল হক, সোহেল, এনাম, ফারজিন, রবি প্রমুখ।