নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদরের পিএমখালীর উত্তর পাতলী এলাকায় ব্যক্তি মালিকানাধীন জমি জবরদখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে। দখলবাজচক্র ইতোমধ্যে বসতঘরের ঘেরাবেড়া ভাঙচুর, জমির মালিক পক্ষকে মারধর ও অপহরণসহ নানামুখি হুমকি দিচ্ছে বলে জানা গেছে।
ভুক্তভোগী মাওলানা আব্দুল গফুর ২৯ অক্টোবর এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দিয়েছেন। তিনি পিএমখালী ৬ নং ওয়ার্ডের উত্তর পাতলী এলাকার মোজাহের আহমদের ছেলে।
অভিযুক্তরা হলেন, একই এলাকার মোঃ জামাল হোছেন প্রকাশ জামাইল্যা (৩৫), মোঃ নুরুল আমিন (৪০), মো: শরীফ (৩৫) ও মোঃ সিরাজ (৩৩)।
আব্দুল গফুর বলেন, ১৯৫০ সালের ৩০ মে ৭২৫ নং নিলাম খরিদামূলে ক্রয় করেন আমার পিতা। যা পাতলী মাছুখালী মৌজার আর. এস খতিয়ান নং- ৩৬৩, দাগ নং-১৭৫৮৭। ওই জমিতে আশপাশের অনেকে ঘরবাড়ি করেছে। আমাদের প্রয়োজন হয় নি বিধায় আমরা ঘরবাড়ি নির্মাণ করি নাই। সম্প্রতি ওখানে আমরা স্ত্রী সন্তানসহ বসবাস করছি। এই সময়ে এলাকার চিহ্নিত একটি দখলবাজচক্র আমাদের নানাভাবে হুমকি-ধমকি প্রদান করে আসছে। আমাদের মালিকানাভুক্ত ৬০ শতক জমি দখল করতে চাচ্ছে চিহ্নিত চক্রটি।
তারই ধারাবাহিকতায় গত ২৯ অক্টোবর সন্ধ্যা বেলায় জমি দখল করতে যায়। অপহরণসহ প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসে। আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, অভিযোগের সঠিক তথ্য যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড করে কেউ রেহাই পাবে না।
পিএমখালীতে ব্যক্তি মালিকানাধীন জমি জবরদখল করতে প্রাণনাশের হুমকি
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।