ইমাম খাইর, সিবিএনঃ
গেল রবিবার সকাল সন্ধ্যা হরতালে নাশকতার অভিযোগ তুলে উখিয়া বিএনপি’র সভাপতি সরওয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরীসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
উখিয়া থানার এসআই মোঃ আবদুল ওয়াহেদ বাদী হয়ে ৩০ অক্টোবর মামলাটি করেছেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন, আরফাত চৌধুরী, বেলাল উদ্দিন, জানে আলম জানু, ছালাম উল্লাহ, দিদারুল আলম, মোঃ রিদুয়ান,হেলাল উদ্দিন, রিদুয়ানুল হক বাপ্পি, সাজেদুল ইসলাম লিটন, জহুর আহমদ চৌধুরী, রফিক উল্লাহ, রিদুযান সিদ্দিকী, সাইফুল্লাহ সিকদার, এড: শাহ আমিন, জামাল মাহমুদ, মনিরুল ইসলাম, সাইফুল সিকদার, খাইরুল আমিন, সাবিত চৌধুরী, হেলাল উদ্দিন, রুহুল আমিন রুবেল, মো: ইউনুস, আবুল হোসেন, শামসুল আলম সোহাগ, মোহাম্মদ ইয়াছিন, জসিম উদ্দিন, আতাউর রহমান, মোহাম্মদ আলম, আবদুস সালাম, আলী হোসেন সুমন, দলিলুর রহমান শাহীন ও আমিনুল হক।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, হরতালে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্যাদি আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩৫ জনের নাম উল্লেখ রয়েছে। ঘটনাস্থলের ছবি, ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে। সকল তথ্য যাচাই-বাছাই করে অন্যান্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এদিকে, এজাহারভুক্ত আসামির মধ্য থেকে হলদিয়া পালং স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পাগলির বিল এলাকার হেলাল উদ্দিন পিতা মৃত ইউছুপ আলীর ছেলে।
মামলাটি সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো বলে দাবি করেছেন উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী। তারা এই মামলা প্রত্যাহার চেয়েছেন।