প্রেস বিজ্ঞপ্তি:
অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে ঢাকা মহাসমাবেশ শেষে  , সারাদেশে বিএনপির আহবানে কক্সবাজারে হরতাল ও অবরোধ চলাকালে অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা মামলা ও গ্রেপ্তার করা হয়েছে।  কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না সংবাদপত্রে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানিয়েছেন, গত ২৮ অক্টোবর ১ দফা বাস্তবায়নের দাবীতে ঢাকার মহাসমাবেশ শেষ করে ফেরার সময় সীতাকুণ্ড থানায় মিথ্যা গায়েবি মামলায় শওকত আলম শওকত, পিতা: সুলতান আহম্মদ দ:লরাবাগ, জালালাবাদ সাবেক সাধারণ সম্পাদক, ঈদগাঁও উপজেলা বিএনপি মনজুর আলম, পিতা:মৃত:ছৈয়দ আলী,ইসলামপুর। সাবেক সিনিয়র সহ-সভাপতি, ঈদগাঁও উপজেলা বিএনপি, মুস্তফা কামাল, সভাপতি- চৌফলদন্ডী ইউনিয়ন বিএনপি আব্দু সালাম,মৃত:আব্দু সুবা হান, ঈদগাহ ইউনিয়ন সভাপতি – ঈদগাঁও ইউনিয়ন বিএনপি,ওমর ফারুক লিটন মৃত:হাবিবুর রহমান, জালালাবাদ। সাঃ সম্পাদক, জালালাবাদ ইউনিয়ন যুবদল কে গ্রেপ্তার করা হয় ।

মাতামুহুরী( সাং) উপজেলা থেকে নিন্ম নেতৃবৃন্দ  গ্রেপ্তার হয়েছেন  : ১. ডা: আব্দুল মাবুদ, সভাপতি, বিএনপি, কোনাখালী ইউনিয়ন।
২. বেলাল উদ্দিন, -সভাপতি, যুবদল বি এম, চর ইউনিয়ন, ৩. ডাঃ মুবিনুল হক, সাংগঠনিক সম্পাদক, যুবদল, কোনাখালী ইউনিয়ন।

চকরিয়া পৌরসভা বিএনপি ৩জন : ১. এম জয়নাল আবেদীন সি.সহ-সভাপতি ১নং ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপি, ২. শামসুল আলম ,সাংগঠনিক সম্পাদক ২নং ওয়ার্ড যুবদল ৩. রেজাউল করিম ,সদস্য ৮নং ওয়ার্ড বিএনপি।

টেকনাফ উপজেলায় ৩ জন : ১. আনোয়ার হোসেন, সদস্য সচিব, হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা যুবদল। ২. মোঃ ইব্রাহীম, যুবদল হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা। ৩. জাকরিয়া, স্বেচ্ছাসেবক দলনেতা হ্নীলা উত্তর।

পেকুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নিন্মলিখিত নেতাকর্মীগনকে গ্রেফতার করা হয়েছে :
১. মো:ইসমাইল যুগ্ম আহবায়ক টৈটং ইউনিয়ন বিএনপি ২. সাহাদত হোসাইন মাঝি যুবদল টৈটং ইউনিয়ন ৩. মো: মামুন সি: সহ-সভাপতি ৫নং ওয়ার্ড যুবদল, বারবাকিয়া ইউনিয়ন। ৪.  মো: জসীম সাংগঠনিক সম্পাদক, ২নং ওয়ার্ড বিএনপি পেকুয়া ইউনিয়ন। ৫. জয়নাল সাবেক ছাত্রদল নেতা পেকুয়া উপজেলা।

রামু উপজেলা এই পর্যন্ত ৫ (পাঁচ) জন গ্রেফতার হয়েছে:
 ১.ফয়সাল কাদের সাংগঠনিক সম্পাদক,রামু উপজেলা বিএনপি। ২.আরিফুল ইসলাম নয়ন সাধারণ সম্পাদক,ফতেখাঁরকুল ইউনিয়ন ছাত্রদল। ৩. মো: আব্দুল আজিজ মেম্বার সহ-সভাপতি, খুনিয়াপালং ইউনিয়ন বিএনপি। ৪. নুরুল ইসলাম সাধারণ সম্পাদক,৫নং ওয়ার্ড বিএনপি রাজারকুল ইউনিয়ন। ৫. মো: এহেসান সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ড বিএনপি,রশিদ নগর ইউনিয়ন।

ঈদগাও উজেলায় গ্রেপ্তার :

১. মোকতার আহমদ -সভাপতি,ইদগাহ উপজেলা শ্রমিক দল, ২. মোহাম্মদ শাহীন,যুবনেতা,ইদগাহ উপজেলা যুবদল।

কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলায় গ্রেপ্তার : 

১. পৌর যুবদল নেতা জয়নাল ২. হেলাল খুরুশ্কুল যুবদল নেতা , ৩. ডাঃ আলম ৪. জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কাওসার।

সহ অসংখ্য নেতাকর্মীদের গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না ।

জেলা নেতৃবৃন্দ মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবী করেছেন।