শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :
বিএনপি- জামায়াতের হত্যা, ষড়যন্ত্র , অগ্নিসন্ত্রাস – নৈরাজ্যের প্রতিরোধ ও যেকোনো ধরনের অপশক্তি রুখে দিতে এবং “ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে” উন্নতিকরনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ করেছে কুতুবদিয়া উপজেলা আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২ই নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ধূরুং বাজার চৌরাস্তার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে, উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক মো. তাহের, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুনাইদুল হকসহ আরো অনেক।
এছাড়া, উপজেলার বিভিন্ন স্তরের যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।