প্রেস বিজ্ঞপ্তি :

দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর রজতজয়ন্তী উৎসব আজ সোমবার ( ৬ নভেম্বর) দুপুরে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্টিত হয়েছে। কেক কেটে উৎসবের উদ্বোধন করেন কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী।

প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার জেলা শাখার সহসভাপতি ফাহিম কুদ্দুস প্রিয়র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, দৈনিক কক্সবাজার পত্রিকার পরিচালনা সম্পাদক ও কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আয়াছুর রহমান, কবি ও সাহিত্যিক শামীম আকতার।

প্রতিবছর লাল গোলাপ উপহার দিয়ে প্রথম আলোর জন্মদিন উদযাপন করেন শামীম আকতার। এবারও প্রথম আলোর ২৫তম প্রতিষ্টাবার্ষিকীতে তিনি হাজির হয়েছেন ২৫টি লাল গোলাপের সমষ্টি- গোলাপজয়ন্তী- নিয়ে। সাংবাদিক আব্দুল কুদ্দুস রানার হাতে গোলাপগুচ্ছ তুলে দিয়ে বলেন, আমি প্রথম আলোকে ভালোবাসি।

অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান ও বন্ধুসভার প্রধান উপদেষ্টা আব্দুল কুদ্দুস রানা।

সমাজে যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো আছে এবং থাকবে জানিয়ে আব্দুল কুদ্দুস রানা বলেন, দীর্ঘ ২৫ বছর সঠিক তথ্য দিয়ে সত্য ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে এসেছে প্রথম আলো। ভবিষ্যতেও এই কাজটি করে যাবে প্রথম আলো। সত্য প্রকাশ করতে গেলে বাধা আসবে-সেই বাধা অতিক্রম করে এগোতে পারে বলেই প্রথম আলো দেশের শীর্ষ দৈনিক হতে পেরেছে। পাঠকই প্রথম আলোর মূল শক্তি, আস্থা ও ভরসার জায়গা।

প্রথম আলোর সামাজিক নানা কর্মসূচির কথা তুলে ধরে সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা বলেন, প্রথম আলো বন্ধুসভার মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, প্রিয় শিক্ষক সংবর্ধনা, গণিত অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, ভাষা উৎসব, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, বইমেলা, তারুণ্যের জয়োৎসবসহ মাদক ও এসিড সন্ত্রাস নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলছে। একারণে বিপুল সংখ্যক সৃজনশীল পাঠক প্রথম আলোর সঙ্গে যুক্ত থাকেন।

প্রথম আলো ছাপা কাগজ প্রতিদিন পড়েন ৫০ লাখ পাঠক, সারা পৃথিবীতে প্রথম আলো ডটকম এক নম্বর বাংলা পোর্টাল, প্রথম আলোর ফেসবুক পেজের অনুসারী প্রায় ১ কোটি ৯০ লাখ। প্রথম আলোর এত জনপ্রিয়তার একটাই কারণ- সত্য প্রকাশ। তাই এবারের রজতজয়ন্তীর শ্লোগান- সত্যে-তথ্যে ২৫, হারবে না বাংলাদেশ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সত্য প্রকাশের চর্চা করতে পারছে বলেই প্রথম আলো দেশের শীর্ষ দৈনিক হতে পেরেছে। আজকাল পাঠক সত্যটা জানতে চায়। যে পত্রিকায় সত্য প্রকাশ হয়, পাঠক সেদিকেই হাত বাড়াবে। কারণ পাঠক পকেটের টাকা দিয়েই পত্রিকা কেনেন। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে প্রথম আলোকে সোচ্চার থাকার আহবান জানিয়ে মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেন, প্রথম আলো পারে-সমাজের অন্যায়, অন্ধকার দূর করতে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি আবু তাহের বলেন, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহস রাখে বলেই প্রথম আলো আজ দেশের শীর্ষ দৈনিক হতে পেরেছে। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের পাশাপাশি প্রথম আলো স্কুল-কলেজের শিক্ষার্থীদের মেধার বিকাশে এবং সমাজের নানা অসঙ্গতি দূর করতে নানা অনুষ্টানের আয়োজন করে থাকে। যা সমাজ পরিবর্তনে বিরাট ভূমিকা রাখছে।

প্রথম আলোর বড় শক্তি তার বিপুলসংখ্যক পাঠক উল্লেখ করে বিশেষ অতিথি অ্যাডভোকেট আয়াছুর রহমান বলেন, তিনি নিজেও প্রথম আলোর পাঠক। প্রথম আলো মানুষজনের সৃজনশীল মনন গঠন এবং মানবিক বোধ সম্পন্ন মানুষ গড়তে ভূমিকা রাখছে।

প্রথম আলো পরিবারিক পত্রিকা উল্লেখ করে দৈনিক কক্সবাজার পত্রিকার পরিচালনা সম্পাদক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম বলেন, একারণে প্রথম আলো ঘরে ঘরে দেখতে পাওয়া যায়। সমাজের অন্ধকার দূরীকরণে প্রথম আলোর ভূমিকা সবসময় জাগ্রত থাকুক-এটাই পাঠকের প্রত্যাশা।

কেক কেটে উৎসবের শুরু। সঙ্গে চলে বন্ধুসভার সদস্যদের গান, আবৃত্তি, কথামালা। চলে মিষ্টিমুখ।

প্রথম আলো কক্সবাজার জেলা বন্ধুসভার যুগ্ম সম্পাদক সাজিয়া আফরিন সায়মা ও কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম নাইমের সঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য দেন, বন্ধুসভা সিটি কলেজ শাখার সভাপতি মারুফ রশিদ নাঈম, বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত গান পরিবেশন করে বন্ধুসভা জেলা কমিটির মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক রাসেল তালুকদার, স্বরচিত গান আর কবিতা আবৃত্তি করে বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আল-হুমাইরা মাহে জেবিন।

৬ নভেম্বর-২০২৩