স্টাফ রিপোর্টার,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ফরেস্ট অফিস-বনকানন বাজার সংযোগ সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েকটি শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করেন।
ওই সড়কের পাগলির ছড়া খালের উপর টৈটং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০১১ সালে উপরে কাঠের টিম্বার ও পিলার দিয়ে নির্মাণ করা হয় একটি কাঠের পুল। এই পুলটি ইতিপূর্বে বেশ কয়েকবার স্থানীয়দের উদ্যোগে মেরামত করা হলেও বর্তমানে ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে স্থানীয়দের। একটি স্থায়ী পাকা কালভার্ট না হওয়ায় লাশ বহনের খাটিয়া পারাপার করতে হয় চরম ঝুঁকি নিয়ে।
সরেজমিনে দেখা যায়, এই কাঠের তৈরি পুল দিয়ে প্রতিদিন টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয়, টৈটং উচ্চ বিদ্যালয়, বনকানন দাখিল মাদ্রাসা, বটতলি শফিকিয়া দাখিল মাদ্রাসা, টৈটং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং নারী ও শিশুসহ অসংখ্য পথচারী ঝুঁকি নিয়ে কাঠের তৈরি পুল দিয়ে পারাপার হচ্ছেন। গাড়ি যাতায়াততো দূরের কথা একটি লাশের খাটিয়া বহন করতে সীমাহীন কষ্ট হয়।
স্থানীয়রা জানান, এই কাঠের তৈরি পুলটি দিয়ে পারাপারে অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। বিশেষ করে রাতে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এমনকি মানুষ মারা গেলে লাশ বহন করতে হয় বিকল্প সড়ক নয়তোবা ওই পুল দিয়ে ঝুঁকি নিয়ে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানিয়ে স্থানীয়রা আরো বলেন, এখানে যেন একটি পাকা কালভার্ট স্থাপন করে ঝুঁকিমুক্তভাবে সর্বসাধারণের যাতায়াত ব্যবস্থার পথ সুগম করে দিলে সাধারণ জনগণ ও স্থানীয়রা অনেক উপকৃত হবে।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, এটা জানতে পেরেছি, আপাতত চলাচলের জন্য কালভার্টটি মেরামত করে দেওয়া হবে, এটা এখনো টেন্ডার হয়নি। টেন্ডারের বিষয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তা ভালো জানবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের জানান, এটা এখনো টেন্ডার হয়নি, তবে বিষয়টা আমাদের নজরে আছে, টেন্ডারের আওতায় আনার চেষ্টা করা হবে।
মোঃ ফারুক
০১৮১৫-৩৩৫১৬৭