জাতির উদ্দেশে দেয়া ভাষণে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ৭ই জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার তার ভাষণে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে সংলাপের বিষয়টি উল্লেখ করেন। সংবিধান অনুযায়ী ৫ বছর অন্তর নির্বাচনের বাধ্যবাধকতার কথা বলেন তিনি।