এটিভি বাংলা চ্যানেল নামে এক অখ্যাত ফেসবুক পেইজে কুখ্যাত মাদক ব্যবসায়ী, ডুলাহাজারার ভিলেজার পাড়ার আবুল খায়েরের পুত্র বেলাল ড্রাইভারের কথিত বক্তব্যটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক ও মানহানিকর। সত্য যে, মিথ্যা বক্তব্য দেয়া বেলাল ড্রাইভারের গুণধর! ছোট ভাই নাজিম উদ্দিন চকরিয়া থানার একজন মোস্ট ওয়ান্টেড আসামী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানতে পারি ২০ নভেম্বর বিকেলে ডুলাহাজারার ২ নং ওয়ার্ড মিঠাছড়ি গ্রামে অবৈধ অস্ত্র ও কার্তুজ নিয়ে ঘুরাফেরা করার সময় স্থানীয় অসংখ্য লোকজন নেজামকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ সন্ত্রাসী নেজামের কাছ থেকে উদ্ধার করে লম্বা একনলা বন্দুক ও কার্তুজ। প্রকাশ্যে নেজাম বন্দুক ও কার্তুজ তার বলে স্বীকার করে। অথচ এই প্রকাশ্যে দিবালোকে সংগঠিত সত্য ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বাঁশখালী থানার মাদক মামলার আসামী, জেলফেরত বেলাল ড্রাইভার হুজুর সেজে ফেসবুক ফেইজে মিথ্যা তথ্য দিয়ে সবাইকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। প্রশাসন খোঁজ নিলে জানতে পারবেন ধৃত অস্ত্রধারী ডাকাত নেজামের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, বন মামলাসহ অন্তত আটটি মামলা রয়েছে। অস্ত্রধারী নেজাম, তার বড় ভাই মাদক ব্যবসায়ী বেলাল ড্রাইভার, সাজাপ্রাপ্ত আসামী জিল্লুরের নেতৃত্বে একদল সন্ত্রাসী বিগত ১৬ নভেম্বর দিবাগত রাতে ভিলিজারপাড়াস্থ আমার মৎস্য ঘের ও শীতকালীন সবজি ক্ষেতে ন্যাক্কারজনক হামলা, লুটপাট ও ভাংচুর চালায়। লুট ও নষ্ট করে অন্তত তিন লাখ টাকার মালামাল। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এতে ক্ষিপ্ত হয়ে নিজেদের অপকর্ম আড়াল করতে বেলাল ড্রাইভার ভাইকে বাঁচাতে মিথ্যা ও সাজানো তথ্য দিচ্ছে। আমি আর সরওয়ারকে জড়িয়ে ড্রাইভার বেলালের দেয়া প্রতিটি শব্দ, কথা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে মাদক ব্যবসায়ী বেলালের হুজুরী কথায় বিভ্রান্ত না হওয়ার জন্য প্রশাসনসহ সর্বমহলের নিকট আকুল আবেদন জানাচ্ছি।
প্রতিবাদকারী
সাইফুল ইসলাম পুতু
ডুলাহাজারা, চকরিয়া।