আশরাফ বিন ইউছুপ :
কক্সবাজার শহর থেকে রামুর জোয়ারিয়ানালার শীর্ষ সন্ত্রাসী ওবায়দুল হক (৪৫) প্রকাশ কালা বদাকে আটক করেছে র্যাব-১৫। আটক ওবায়দুল হক রামুর জোয়ারিয়ানালার নোনাছড়ির আবু ছিদ্দিকের পুত্র।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে কক্সবাজার শহরের বিলকিস মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন- শহরের বিলকিস মার্কেট এলাকায় একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে ওবায়দুল হককে আটক করা হয়। তিনি হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় ১নং আসামী। গত ১৪ নভেম্বর চাঁদা না পেয়ে নারীসহ দুই প্রবাসীকে গুরুতর জখম করেছে। এই বিষয়ে ভুক্তভোগী তসলিমা আকতার বাদী হয়ে তিনজন এবং অজ্ঞাত ৬/৭ জনের বিরুদ্ধে রামু থানায় একটি মামলা রুজু করেন।
মামলার বাদী তসলিমা আকতার জানান- ১ নং আসামীকে আটক করেছে বলে জানতে পেরেছি। আরো চারজন আসামীকে আটক করে শাস্তি দাবি করছি।
আটক ওবায়দুল হকের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
এরআগেও- গেল ২৯ আগস্ট মঙ্গলবার ওবাইদুল হক প্রকাশ কালাবদা তার কয়েকজন সহযোগীসহ পশ্চিম নোনাছড়ি ব্রিজ এলাকায় সশস্ত্র অবস্থান করার খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ওবাইদুল হককে একটি দেশিয় তৈরি লম্বা বন্দুকসহ আটক করা হয়।