হ্যাপী করিম, মহেশখালী প্রতিনিধি:
মহেশখালী উপজেলার পাওনা টাকা চাওয়ায় পাওনাদারসহ তার স্ত্রীকে বেদম মারপিট করে আহত করেছে ভাই।

ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকেলে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের স্থানীয় তেলীপাড়া গ্রামে।

বৃহস্পতিবার, ২৩ শে নভেম্বর সকালে হামলাকারী আব্দুল মালেক ও তার স্ত্রী’কে আসামি করে থানায় অভিযোগ দায়ের করে আহত মোহাম্মদ হাফেজ।

আহত মোহাম্মদ হাফেজ বলেন. গত ৭/৮ মাস আগে আমার কাছ থেকে ৫ হাজার টাকা ১ মাসের জন্য ধার নেয়। পরে উক্ত টাকা ৭/৮ মাস পরে চাইলে বিভিন্ন প্রকার টালবাহানা শুরু করে। সকালে আব্দুল মালেক কাছে টাকা ফেরত দেওয়ার জন্য তাকে অনুরোধ করি। এসময় সে কিছু না বলে চলে যায়। পরে বিকেলের দিকে আবার চাইলে সে রডসহ লাঠিসোটা নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালালে স্ত্রী উদ্ধারের জন্য এগিয়ে এলে তাকেও বেদম মারপিট করে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আমাকে ও স্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং চিকিৎসার জন্য তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল মালেকের মুঠো ফোনে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। সে কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।