সিবিএন:
কুষ্টিয়া থেকে কক্সবাজারে প্রবেশের সময় একটি বাস থেকে প্রায় সাড়ে তিন কেজি কোকেন জব্দ করেছে ৩৪ বিজিবির সদস্যরা। জব্দকৃত কোকেন ৩.৪৮৫ কেজি।
শনিবার (২৫ নভেম্বর) দুপুর ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরী।
তিনি জানান- শনিবার সকালে কুষ্টিয়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলা বাজার এলাকায় পৌছালে ৩৪ বিজিবির সহকারী পরিচালক শফিকুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল বাসটি তল্লাশী করে ৩.৪৮৫ কেজি কোকেন জব্দ করে। তবে এ সময় কাউকে পাওয়া যায়নি।
তিনি আরও জানান- জব্দকৃত কোকেন কারা আনছিলো তা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।