হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরঃ
রামু উপজেলার পূর্বদ্বীপ ফতেখাঁরকুলে নবপ্রতিষ্ঠিত আল-ইহসান ইসলামিক সেন্টারের অভিভাবক ও দু’আ মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ নভেম্বর ) বেলা ১১ টায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল হক। তিনি বলেন, জনসাধারণের দ্বীনি ও সামাজিক চাহিদা পূরণের মাধ্যমে নবপ্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম প্রশংসনীয়। প্রতিনিধিত্বশীল আলেমেদ্বীন মাওলানা মোহছেন শরীফের সুদক্ষ পরিচালনায় হিফজ ও নূরানী উভয় বিভাগে মানসম্পন্ন শিক্ষাকার্যক্রমের মধ্যদিয়ে ইতোমধ্যে প্রতিষ্ঠানটি আশাব্যঞ্জক সাড়া জাগিয়েছে। এ ধারাকে বেগবান করতে অভিভাবক, শুভানুধ্যায়ীসহ ধর্মপ্রাণ এলাকাবাসীকে দু’আ ও আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখতে হবে ।
প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষ সমাপনীর শুভ সন্ধিক্ষণে আয়োজিত এ অভিভাবক সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন, আল-ইহসান ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক, রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মাদ মোহছেন শরীফ। তিনি বলেন, পবিত্র কুরআন-সুন্নাহর শিক্ষাধারায় মুসলিম সন্তান-সন্ততিদের দ্বীনি চেতনায় গড়ে তোলার লক্ষ্যে এ দ্বীনি শিক্ষাকেন্দ্রের গোড়াপত্তন। আল্লাহর ওপর তাওয়াককুল করে ইখলাসের ভিত্তিতে সুসমন্বিত ব্যবস্থাপনায় এ মাদ্রাসা পরিচালিত হবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে সচেতন অভিভাবকমণ্ডলীসহ দ্বীন অনুরাগী এলাকাবাসীর আন্তরিক দু’আ ও নিষ্ঠাপূর্ণ সহযোগিতা কাম্য।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে এ দ্বীনি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করে অনন্য অবদান রাখায় পরিচালক মাওলানা মোহাম্মাদ মোহছেন শরীফকে বিশেষ সম্মাননায় ভূষিত করেন এলাকাবাসী। সেই সাথে এ প্রতিষ্ঠানের হিফজ বিভাগ থেকে সর্বপ্রথম হিফজ সম্পন্নকারী একজন ছাত্রকে দস্তারে ফযীলত (পাগড়ি) ও ক্রেস্ট সম্মাননা প্রদান এবং একজন শিক্ষার্থীকে হিফজুল কুরআনের প্রথম সবক প্রদান করা হয়।
তরুণ সমাজসেবক আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস ও আল-ইহসানড় মোহাম্মদিয়া জামে মসজিদের খতীব মাওলানা আব্দুল খালেক কওছর, রামু লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমীর পরিচালক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, আল-ইহসান মোহাম্মদিয়া জামে মসজিদের সাবেক খতীব মাওলানা তারেকুল ইসলাম।
অনুষ্ঠানে এলাকাবাসী ও অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সাবেক এমইউপি ফরিদুল আলম, রামু সরকারি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম, শিক্ষানুরাগী জহিরুল ইসলাম, ছৈয়দুল আমিন, আব্দুল মালেক, কামাল উদ্দিন সওদাগর প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা জাহেদুর রহমান, হিফজ বিভাগের শিক্ষক মাওলানা ইমরান হোসাইন, নূরানী বিভাগের শিক্ষক মাওলানা হারুনুর রশিদ, আশরাফুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী, এলাকার দ্বীন অনুরাগী ব্যক্তিবর্গ ও অভিভাবকমন্ডলী উপস্থিত ছিলেন।
আল্লাহ তা’আলার দরবারে বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।