সভাপতি টাইডেল ও সাঃ সম্পাদক মাহাবুব প্যানেলের ৫জন বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত
সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপ এর দ্বিবার্ষিক নির্বাহী পরিষদ নির্বাচন/২০২৩ এর বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা এবং প্রতিদ্বন্ধী প্রার্থীদের প্রতীক বরাদ্ধ গতকাল প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ন সম্পাদকের ৫টি পদে কোন প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় উক্ত ৫টি পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ পদে ২জন এবং নির্বাহী সদস্যের ৯টি পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করায় উক্ত ১০টি পদে আগামী ১৭ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
গ্রুপের নির্বাহী পরিষদের ৫-পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত প্রার্থীরা হলেন, সভাপতি পদে ইকবাল মোঃ শামসুল হুদা (টাইডেল), সাধারণ সম্পাদক পদে মাহাবুবুর রহমান, সহ-সভাপতির ২টি পদে আবদুল মাবুদ ও ফরিদ আলম, যুগ্ন-সম্পাদক পদে হাছান আহমদ।
প্রতিদ্বন্ধী প্রার্থীরা হলেন, কোষাধ্যক্ষ পদে ২জন মোঃ ছৈয়দুল হক (টেলিফোন) ও ইমাম খালেদ স্বপন (তালা-চাবি) এবং ৯টি সদস্য পদে ১০ জন যথাক্রমে রাজিব পাল খোকন (আনারস), আব্দুল কাদের (মাছ), মোহাম্মদ সেলিম (জাহাজ), জাহাঙ্গীর আলম (গোলাপ ফুল), মোঃ ইসমাইল (ঘোড়া), মোঃ মনির আহমদ (আম), মোহাম্মদ নুরুল আলম (হরিণ), আবুল মনজুর (ফুটবল), মাহমুদুল হাসান (হাতপাকা) ও ছুরত আলম (মোরগ)।