সোয়েব সাঈদ, রামু:
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে রামুর প্রাচীন বাণিজ্যিক প্রাণকেন্দ্র ফকিরা বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতি লি. এর কার্যকরী পরিষদের নির্বাচন। রামু ফকিরা বাজারস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে রবিবার, ২৬ নভেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৬ জন। নির্বাচনে ৩ জন বিনা প্রতিদ্বন্ধিতায় এবং ভোটারদের ভোটে ৯ জন সহ মোট ১২ জন প্রার্থী নির্বাচিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হলেন- সভাপতি মোহাম্মদ নুরুল আলম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল ও সহ সভাপতি মো. কামাল উদ্দিন।
এছাড়া সদস্য পদে ভোটারদের গোপন ভোটে নির্বাচিত হয়েছেন ৯ জন। এরা হলেন- জিয়া উদ্দিন জিয়া (আম), নুরুল হক (ফুটবল), কামাল উদ্দিন (গোলাপ ফুল), সাখাওয়াত হোসেন লাভলু (হাত পাখা), জাহাঙ্গীর আলম (মই), আবদুল করিম (কাপ পিরিচ), মো. শফি (তলোয়ার), ওয়াহিদুল আলম (কলসি) ও জাহাঙ্গীর আলম (চাকা)।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার আবুল কালাম জানিয়েছেন- সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত সমিতির ব্যবসায়িগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে সার্বিক সহযোগিতায় ছিলেন- নির্বাচন পরিচালনা কমিটির সদস্য স্বপন বড়–য়া ও সমবায় কার্যালয়ের সহকারি পরিদর্শক সিরাজুল মুনির।
এদিকে ফকিরা বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতি লি. নির্বাচনে বিজয়ী মোহাম্মদ নুরুল আলম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলসহ সকল নেতৃবৃন্দ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করায় উপজেলা সমবায় অফিসার আবুল কালাম এবং সমিতির সকল সদস্যদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।