মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
নির্বাচন কমিশনার মোঃ আনিছুর রহমান মঙ্গলবার ২৮ নভেম্বর একদিনের সংক্ষিপ্ত সফরে কক্সবাজার আসছেন।
নির্বাচন কমিশনার মোঃ আনিছুর রহমান মঙ্গলবার সকাল ৯ টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। একইদিন সকাল সাড়ে ১১ টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন উপলক্ষে কক্সবাজার ও বান্দরবান জেলার রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
নির্বাচন কমিশনার মোঃ আনিছুর রহমান কক্সবাজারে একদিনের সংক্ষিপ্ত সফর শেষে একইদিন সন্ধ্যা ৬টায় বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে নির্বাচন কমিশনারের একান্ত সচিব শাহ মোঃ কামরুল হুদা প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।