সিবিএন:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ ইউনুস (৫০) নামের একজন নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৬ নভেম্বর) দিবাগত রাতে মধুরছড়া ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । নিহত ইউনুস মধুরছড়া ৩ নম্বর ক্যাম্পের ই/১৫ ব্লকের নুর আহমদের ছেলে।
ওসি শামীম হোসেন বলেন, গতকাল রাতে মধুরছড়া ৩ নম্বর ক্যাম্পে দুর্বৃত্তদের মধ্যে গোলাগুলি হয়। এসময় মোহাম্মদ ইউনুস সন্ত্রাসীদের সামনে পড়ে গেলে তাকে সন্ত্রাসীরা মাথায় ও পিঠে গুলি করে হত্যা করে। এঘটনায় আরো কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে হাসাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, মারা যাওয়া ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্যাম্পে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।