মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও বাংলাদেশ পেপার ডটকম এর প্রকাশক ও সম্পাদক মুনতাকিম হোছাইন এর পিতা অ্যাডভোকেট সাঈদ হোছাইন আর নেই। মঙ্গলবার ২৮ নভেম্বর রাত সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম শহরের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
অ্যাডভোকেট সাঈদ হোছাইন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মরহুম এ.কে আহমদ হোসেনের জ্যেষ্ঠ পুত্র।অ্যাডভোকেট সাঈদ হোছাইন ১৯৯৫ সালের ১ এপ্রিল একজন নবীন আইনজীবী হিসাবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন।
মঙ্গলবার ২৮ নভেম্বর জোহরের নামাজের পর কক্সবাজার হাসেমিয়া কামিল মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। একইদিন আছরের নামাজের মরহুমের গ্রামের বাড়ি উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের মৌলভী পাড়া শুক্কুর মাস্টার জামে মসজিদ প্রাঙ্গনে ২য় নামাজে জানাজা শেষে পিতা মাতার কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।
জেলা আইনজীবী সমিতির শোক :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট সাঈদ হোছাইনের মৃত্যুতে সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক সমিতির কার্যকরী পরিষদের পক্ষে গভীর শোক প্রকাশ করেছেন। সমিতির নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
অনলাইন প্রেসক্লাব ও সিবিএন এর গভীর শোক প্রকাশ:
অনলাইন সংবাদপত্র বাংলাদেশ পেপার ডটকম এর প্রকাশক ও সম্পাদক মুনতাকিম হোছাইন এর পিতা কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট সাঈদ হোছাইন এর মৃত্যুতে কক্সবাজার অনলাইন প্রেস ক্লাব সভাপতি ও কক্সবাার নিউজ ডটকম (সিবিএন) সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।