মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:
সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার অন্যতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষায় এবারও জেলা পর্যায়ে শীর্ষ স্থান ধরে রেখেছে।
এ বছর মাদ্রাসাটি থেকে ৭১ জনের মধ্যে ৭০ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ গ্রহণ করে ৪ জন শিক্ষার্থী জিপিএ ৫সহ ৬৭ জন কর্তৃকার্য হয়েছে। এর মধ্যে এ গ্রেড ৪৭ জন, এ মাইনাস ৮জন ও বি গ্রেড পেয়েছেন ৮জন শিক্ষার্থী। পাশের হার ৯৫.৭১%। গত ২০২২ সালের আলিম পরীক্ষার ফলাফলেও জেলার শীর্ষস্থান অর্জন করেছিলেন মাদ্রাসাটি।
বিষয়টি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছৈয়দ হোসাইন নিশ্চিত করে বলেন এবারেরও ফলাফল ধারাবাহিকতা বজায় রাখায় শিক্ষক, অভিভাবকরা খুশি এবং এ সাফল্যের ফলে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি আরো একধাপ বৃদ্ধি পেয়েছে। তিনি আরো বলেন, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও অভিভাবকদের সার্বিক সহযোগিতায় এমন ফলাফল সম্ভব হয়েছে।
এজন্য তিনি বর্তমান সরকারের যুগান্তকারী শিক্ষা ব্যবস্থা ও পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর মহোদয় একাডেমিক ভবন নির্মাণ করায় আগামীতে প্রতিষ্ঠানটির শিক্ষার মান জেলা ছাড়িয়ে দেশের সুনামধন্য প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগীতা করতে পারবে বলে তিনি আশা করেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বলেন, ২০২৩ সালের আলিম পরীক্ষার ফলাফল ভাল হওয়ায় অধ্যক্ষসহ সহকারী শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও শিক্ষার্থীদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।