বদরমোকাম শামশুন নাহার হিফজ মাদরাসার ছাত্র শহিদুল্লাহ

মাত্র ১০ মাসে হিফজ সম্পন্ন

প্রকাশ: নভেম্বর ৩০, ২০২৩ ৬:২৫ pm , আপডেট: নভেম্বর ৩০, ২০২৩ ৬:৫১ pm

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


নিজস্ব প্রতিবেদকঃ
মাত্র ১০ মাসে হিফজ সমাপ্ত করেছে কক্সবাজার বদরমোকাম শামশুন নাহার হিফজ মাদরাসার ছাত্র শহিদুল্লাহ (১১) বিন রহমত উল্লাহ। সে শহরের নতুন বাহার ছড়ার বাসিন্দা রহমত উল্লাহর ছেলে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাদে জোহর হিফজ সমাপনী উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা থেকে আগত পীরে কামেল মুফতি ওমর ফারুক সন্ধিপী।
মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, কক্সবাজার বদরমোকাম জামে মসজিদের পেশ ইমাম মাওঃ হাফেজ এমদাদ উল্লাহ, হাফেজ মাওঃ আলী হায়দার, হাফেজ মাওঃ শামশুল হুদা, হাফেজ মাওঃ মনছুর আলম, মাওলানা তামজিদুল ইসলাম, মাওলানা আজিজুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা এহাছান উল্লাহ, মাওলানা হাঃ রেজাউল করিম, মাওলানা হাঃ সাকিবুল ইসলাম, আমির হামযা ও অভিভাবক রহমত উল্লাহ প্রমুখ।
মুফতি ওমর ফারুক সন্ধিপীর দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
কৃতি ছাত্র শহিদুল্লাহকে অভিনন্দন জানান মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন। সেই সঙ্গে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শুরুতে কুরআন  তিলাওয়াত করেন ছাত্র মোহাম্মদ তামিম।