মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে মোট ৩৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
তারমধ্যে, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাহ) আসনে সর্বনিন্ম ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে ৫ জন দলীয় প্রার্থী এবং ১ জন স্বতন্ত্র প্রার্থী।
কক্সবাজারের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এ তথ্য জানিয়েছেন।
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাহ) আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৭ জন প্রার্থী হলেন-আওয়ামীলীগের সাইমুম সরওয়ার কমল, জাতীয় পার্টির অ্যাডভোকেট মোহাম্মদ তারেক, কল্যান পার্টির আবদুল আউয়াল মামুন, ন্যাশনাল আওয়ামী পার্টির শামীম আহসান, বাংলাদেশ ন্যাশালিস্ট ফ্রন্টের মোহাম্মদ ইব্রাহীম ও স্বতন্ত্র আবদুল মজিদ।
নির্দিষ্ট সময়ের পরে আসায় এ আসনে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিতে পারেননি। তারা হলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নুরুল আলম, তৃণমূল বিএনপি’র প্রার্থী ড. মোহাম্মদ সানাউল্লাহ, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ।