মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ সকল বুদ্ধিভিত্তিক আয়োজনে অংশগ্রহণ মনকে প্রফুল্ল রাখে, স্বাস্থ্য রোগমুক্ত থাকতে সহায়ক হয়, মেধাকে ভিন্নমাত্রার খোরাক যোগায়, পেশার একগুয়েমি ভাব দূর করে। এজন্য নিয়মিত পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বুদ্ধিভিত্তিক বিভিন্ন আয়োজনে সকলের সক্রিয় অংশগ্রহণ করা দরকার।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন একথা বলেন।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক।

সমিতির আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এরপর তিনি কেক কেটে এবং নিজে ক্যারাম খেলে বর্নাঢ্য ক্রীড়া প্রতিযোগিতার শুভসূচনা করেন।

প্রধান অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা দিয়ে আয়োজনকে সমৃদ্ধ করায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট কোয়াটার ফাইনাল পর্যন্ত গেলে সেখানে কক্সবাজারের বিচারকেরাও অংশ নেবেন বলে তিনি ঘোষনা দেন।

কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আবদুল মান্নান, সুপ্রীম কোর্টের সহকারী এটর্নি জেনারেল অ্যাডভোকেট আনিচ উল মাওয়া আরজু, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ, সমিতির সহ সাধারণ সম্পাদক (হিসাব) অ্যাডভোকেট মাহবুবুল আলম টিপু, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহীন, সমিতির কার্যকরি কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সহ প্রচুর আইনজীবী ও প্রতিযোগিতারা উপস্থিত ছিলেন।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের উদ্যোগে আয়োজিত এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নিয়মিত ইভেন্টের সাথে আইনজীবীদের সহধর্মিণী ও সন্তানদের জন্য নান্দনিক বিভিন্ন ইভেন্ট রাখা হয়েছে বলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ আহমদ জানিয়েছেন।

এবার আউটডোর গেমসে ফুটবল, ক্রিকেট, ব্যাটমিন্টন ও ইনডোর গেমসে প্রচুর ইভেন্ট এর আয়োজন করা হয়েছে। অ্যাডভোকেট ফরহাদ আহমদ জানান, কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আউটডোর গেমসের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করবেন। সকল আয়োজন উপভোগ্য ও সফল করতে তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।