স্টাফ রিপোর্টার,পেকুয়া:
কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে আছহাবুল জিহাদ নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কোনাখালী ইউনিয়নের মরংঘোনা স্টেশনে হত্যার ঘটনা ঘটে।
নিহত জিহাদ পেকুয়া উপজেলার সদর ইউপির সিকদার পাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য মোঃ বাচ্চুর ছেলে।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোঃ মোজাম্মেল কিশোর জিহাদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছন।
এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
স্থানীয় একটি সূত্র জানিয়েছেন, পেকুয়া সদর বাঘগুজরা ব্রীজের উপর থেকে কিশোর জিহাদকে অপহরণ করে কোনাখালী ইউনিয়নের ছড়াপাড়া এলাকার বেশ কয়েকজন সন্ত্রাসী। মরংঘোনা এলাকার স্টেশনের পাশে একটি নির্জন জায়গায় তাকে
উপর্যুপরি ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্টেশনে আগত লোকজন এই খবর পেয়ে ধাওয়া দিয়ে একজনকে আটক করতে পারলেও বাকি সন্ত্রাসীরা পালিয়ে যায়।
নিহতের পরিবারের সাথে যোগাযোগ করলে তারা তাৎক্ষনিকভাবে হত্যার ঘটনায় কোন কারণ জানাতে পারেনি।