নিজস্ব প্রতিবেদকঃ
দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে মানবাধিকার দিবস উপলক্ষে সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) নুরুল ইসলাম চৌধুরী বিএম স্কুল এন্ড কলেজ হল রুমে সভায় উপস্থিত ছিলেন, নুরুল ইসলাম চৌধুরী বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া, কোস্ট ফাউন্ডেশনের পরিচালক মোস্তফা কামাল আকন্দ, সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, রাজাপালং ৯নং ওয়ার্ড সদস্য হেলাল উদ্দিন, ১ নং ওয়ার্ড সদস্য নুরুল কবীর, ৪,৫,৬ নং ওয়ার্ড সদস্য খুরশিদা বেগম, পুলিশ পরিদর্শক (ডিএসবি) মো: রুবেল আজাদ, কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রিতা বালা দে, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, উখিয়া ইমাম সমিতির সভাপতি মাওলানা জাফর আলম, নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর সহযোগিতায় সামাজিক সংযোগ বৃদ্ধি প্রকল্পের আওতায় মানবাধিকার দিবসের এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, পুলিশ, প্রকল্পের সামাজিক সম্প্রীতি কমিঠির সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় অধ্যক্ষ মিলন বড়ুয়া বলেন, “উখিয়া টেকনাফের প্রতিটি মানুষ মানবাধিকার কর্মী, কারন তারা ১০ লাখের ও বেশি রোহিঙ্গাদের জায়গা দিয়েছে”। তিনি ছাত্র-ছাত্রীদের মানবাধিকার চর্চায় উদ্বুদ্ধ করতে এই ধরণের সভা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে করার আহবান জানান।
কোস্ট ফাউন্ডেশনের পরিচালক মোস্তফা কামাল আকন্দ বলেন, “বর্তমানে আমাদের অনেক তরুণ সাইবার অপরাধে জড়িয়ে যাচ্ছে। তারা বুঝে কিংবা না বুঝে সোস্যাল মিডিয়ায় অন্যজনের গোপনীয়তা ভঙ্গ করছে। তাই আমাদের তরুণদের এই বিষয়ে আরো সচেতন করতে হবে। মানুষের ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করা মানবাধিকারের লঙ্ঘন।”
তিনি রোহিঙ্গা ইস্যুতে সামাজিক সম্প্রীতি এবং প্রত্যাবাসন বিষয় উল্লেখ্য করে বলেন, “রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। কারণ তারা তাদের নিজ দেশ হতে নির্যাতনের শিকার হয়ে এখানে আশ্রয় নিয়েছে। তাদের নিজ দেশে বসবাস করার নিশ্চিত করতে হবে। তবে তার আগ পর্যন্ত স্থানীয় এবং রোহিঙ্গাদের মধ্যে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে।”
মেম্বার হেলাল উদ্দিন বলেন, “আমরা নির্বাচিত জনপ্রতিনিধি। জনগণের ভোটে আমরা নির্বাচিত হই। অনেকে আমাদের ভোট দেয়, অনেকে দেয় না। যে যার যার ইচ্ছা এবং পছন্দ অনুযায়ী ভোট দিবে, এটা তার অধিকার। তবে জনপ্রতিনিধি হিসেবে আমাদের উচিত হবে সকলকে সমান সেবা দেওয়া।
তিনি বলেন, “কে ভোট দিয়েছে বা দেয়নি, সেটা যেন বিবেচনা না করি। আমাদের চোখে সবাই সমান।”
মানবাধিকার দিবস উপলক্ষে কুইজে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সভায় কোস্ট ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।