মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ইমরুল কায়েস চৌধুরী দেশের বহুল আলোচিত উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার ৩০ নভেম্বর অনুষ্ঠিত হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের নলবনিয়া ভোট কেন্দ্রের পূণ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী ইমরুল কায়েস চৌধুরীর প্রাপ্ত ১৬৯০ ভোট এবং অন্যান্য ভোট কেন্দ্রে আগে পাওয়া ভোট সহ মিলিয়ে ১২২৯ ভোটের ব্যাবধানে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী ইমরুল কায়েস চৌধুরী মোট ভোট পেয়েছেন ৯৪১০ ভোট। নৌকা প্রতীকের শাহ আলম পেয়েছেন মোট ৮১৮১ ভোট।

নব নির্বাচিত চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য আশরাফ জাহান কাজলের পুত্র এবং কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক আকতার চৌধুরীর চাচাতো ভাই।

প্রথম দফা নির্বাচনে মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। পূণ: নির্বাচন হওয়া ভোট কেন্দ্রে সাবেক মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলমের ভাই আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহ আলম পেয়েছেন ৯৩১ ভোট।