মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই। শনিবার ৯ ডিসেম্বর ঢাকার রাজধানীর এভায়কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

মরহুমের পারিবারিক সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

বর্ষীয়ান আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। ব্যারিস্টার মইনুল হোসেন দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও মালিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার জ্যেষ্ঠ পুত্র এবং সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বড় ভাই।