বার্তা পরিবেশকঃ
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় কক্সবাজারে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা জয়িতা পুরষ্কার পেয়েছেন নারী উদ্যোক্তা দিলনুর বেগম।
দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাকে এ পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
জয়িতা দিলনুর সামা ফ্যাশন গ্যালারি সহ কয়েকটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন।
রাষ্ট্রীয় সম্মাননা জয়িতায় ভুষিত হয়ে সংশ্লিষ্ট সকলকে এবং তার শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভিষন কান্তি দাশ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুব্রত বিশ্বাস সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।