সিবিএন : নানা আয়োজনে কক্সবাজার সিটি কলেজে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে এ দিবস উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ ক্যথিং অং । তিনি বলেন , ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী এদেশে তাদের দোসর মুসলিম লীগ , জামায়াত, আল বদর , আল শামস , রাজাকারদের সহযেগিতায় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। জাতিকে মেধাশূন্য করতে তারা এ কাজটি করে। আজ সেদিনের বুদ্ধিজীবিরা যদি বেঁচে থাকত জাতি অনেক দূর এগিয়ে যেত।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রোমেনা আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দর্শন বিভাগের প্রধান অধ্যাপক জুলফিকার আলী ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক , বাণিজ্য অনুষদ প্রধান ও হিসাব বিজ্ঞান বিভাগীয় প্রধান অধ্যাপক গোপাল কৃঞ্চ দাশ, কলা অনুষদ প্রধান ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রধান সহযোগী অধ্যাপক এস এম আকতার উদ্দিন চৌধুরী, ইংরেজী বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল নোমান , শিক্ষার্থী বেলাল উদ্দিন আরমান ও তাহসিনা বিনতে আখতার, কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন  আবদুল গফুর।

পবিত্র কোরআন তেলায়ত করেন শিক্ষার্থী জিনিয়া শারমিন রিয়া , গীতা পাঠ করেন গীতা দত্ত , ত্রিপিটক পাঠ করেন বৈশাখী বড়ুয়া।

অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও কাল ব্যাচ ধারণ করা হয় ।