নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের উদ্যোগে মহান বিজয়ের ৫২ তম দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে ১৬ ডিসেম্বর রাতে ফেডারেশনের কার্যালয়ে সভায় প্রধান আলোচক ছিলেন আলীর জাহাল ইসলামিয়া বালিকা দাখিল মাদরাসার সুপার ও বড় বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রফিক বিন ছিদ্দিক।

তিনি বলেন, বিজয়ের সঠিক অর্থ আমরা এখনো বুঝিনি। তাই নিজেদের মধ্যে বিভক্তি, দলাদলিতে ব্যস্ত। মহান বিজয়ের এই দিনে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিতে হবে।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের সাবেক সভাপতি ও বড় বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরী।

পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা জীবন দিয়েছেন; আহত হয়ে জীবন ধারণ করছেন, তাদের জন্য দোয়া ও সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির সাধারণ সম্পাদক জেবর মুল্লুক।

তিনি বলেন, খুদা, দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ করেছিলেন বীর মুক্তিযোদ্ধারা। বিজয়ের ৫২ বছরেও সেই উদ্দেশ্য পূরণ হলো না। এখনো বাক স্বাধীনতা হরণ করা হয়। মৌলিক অধিকারের জন্য এখনো রাজপথে রক্ত ঝরে। আমরা বিভেদ-বৈষম্যহীন রাষ্ট্র চাই।

ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ।

সহসাধারণ সম্পাদক খালেদ উমর রানার সঞ্চালনায় অনুষ্ঠানে মহান বিজয় দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন, সহসভাপতি নুরুল কবির চৌধুরী, সিবিএনের বার্তা সম্পাদক ও কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ইমাম খাইর, ফেডারেশনের অর্থ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, বড় বাজার মসজিদ রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন।

অনুষ্ঠানে বস্ত্র ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ লোকমান, ব্যবসায়ী নেতা আহমদ কবির, আবুল কালাম, শাহ খোরশেদ, জাফর আলম, হেলাল উদ্দিন, মোহাম্মদ বাদশা, মুহাম্মদ জুনাইদ চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শুরুতে কুরআন তিলাওয়াত করেন ফেডারেশনের ধর্ম বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইলিয়াস।

অনুষ্ঠান শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিক বিন ছিদ্দিক।