প্রেস বিজ্ঞপ্তি:

উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ সহ ১৩ জন বিএনপি ও অংগ সংগঠনের নেতাদের আসামী করে উখিয়া থানায় মিথ্যা হয়রানি মূলক আইনশৃঙ্খলা বাহিনী কতৃক মামলা দায়ের কারা হইয়াছে। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কতৃক এই ধরনের জঘন্যতম মিথ্যা ঘটনা সাজিয়ে রাজনৈতিক ব্যক্তিদের নামে হয়রানি মূলক মামলা দায়ের করে গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবেনা।

আইন শৃঙ্খলা বাহিনীর এই জঘন্য  মিথ্যা হয়রানি মূলক মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড শামীম আরা স্বপ্না।  জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক এড হাসান সিদ্দিকী প্রেরিত বার্তায় জানানো হয়।