হ্যাপী করিম, মহেশখালী প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আশেক উল্লাহ রফিক নির্বাচনী উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

কুতুবজোম আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় নেতৃবৃন্দের আয়োজনে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধায় পর্যন্ত বিভিন্ন স্থানে এই পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

নির্বাচনী উঠান বৈঠকে,পথসভায় আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপিকে তৃতীয় বারের মতো নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে আহবান।

এতে কুতুবজোম ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কলিম উল্লাহ ইমনের সঞ্চালনায় খোন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী পথসভা মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম-বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা। দলীয় মনোনীত নৌকার মাঝি আশেক উল্লাহ রফিক এমপি।

ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি এড. নুরুল হুদা’র সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার রুহুল আমিন, সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ, কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল, সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম রবি, সদস্য আব্দুল রহিম, ছাত্রনেতা আব্দুল হক হিরন, জয়নাল আবেদীন মেম্বার, উপজেলা যুবলীগের সাবেক সদস্য সালামত সিকদার মেম্বার, মাস্টার মমতাজুল ইসলাম, সাবের আহমদ, ছাত্রনেতা রহিম সিকদার অভি, সাদ্দাম হোসেন, রিদোয়ান মাহির সজীব, আশেক উল্লাহ প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আশেক উল্লাহ রফিক এমপি বক্তব্যে বলেন, আমি আপনাদের সন্তান এই মাটির সন্তান, আমি আপনাদের মহেশখালী কুতুবদিয়া জনগণের মনোনীত প্রার্থী হিসেবে আমার প্রতীক নৌকা মার্কায় ভোট চাওয়ার জন্য দোয়া চাওয়ার জন্য আমার প্রিয় জনগণের সামনে এসেছি। প্রিয় ভাই ও বোনেরা সবাই আমার জন্য দোয়া করবেন আমার নৌকা প্রতীক মার্কায় ভোট দিয়ে আমাকে তৃতীয় বারের মতো নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। আমি আপনাদের সন্তান হিসেবে কারো ভাতিজা হিসেবে কারো ভাই হিসেবে বন্ধু হিসেবে পাড়াপ্রতিবেশি হিসেবে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি নির্বাচিত হয়ে আপনাদের শাসক হতে চাইনা, আমি আপনাদের সেবক হতে চাই। আপনারা সেবক হওয়ার সুযোগ দেন।