প্রেস বিজ্ঞপ্তি:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী তৎপরতায় লিপ্ত থাকায় উখিয়া উপজেলা বিএনপি অভিযোগ করায় তাঁর বিরুদ্ধে বর্তমান সরকারের সাথে আঁতাত করে ডামী নির্বাচনে নৌকার প্রার্থীর সাথে নির্বাচনী কার্যক্রমে সরাসরি অংশ গ্রহণ করে গণতান্ত্রিক এক দফার আন্দোলন ব্যাঘাত সৃষ্টি ও দলের সাংগঠনিক সিদ্ধান্তের বিরোধী কার্যক্রমে অংশ গ্রহণ করায় অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উখিয়া উপজেলা শাখার উপদেষ্টা সদস্য এম. বদরুদ্দিন মাষ্টারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সকল পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী-দল বিএনপি কক্সবাজার জেলা শাখার সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না এই বহিস্কারাদেশ অনুমোদন করেছেন। এ আদেশ অদ্য ৩০/১২/২০২৩ইং তারিখ হইতে কার্যকর বলে গণ্য হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী-দল বিএনপি কক্সবাজার জেলা শাখার সহ-দপ্তর সম্পাদক এডভোকেট মোহাম্মদ হাসান সিদ্দিকীর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।