আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফের লেদা এলাকায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নে (র‍্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ মো. আরিফ প্রকাশ মুন্না (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ঐ এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক ওই যুবক হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার মো. ইলিয়াসের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) অতিঃ পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।
তিনি বলেন,হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান পরিচালনা করে এক যুবককে আটক করতে সক্ষম হয়।
ধৃত আসামির আচরণ ও কথাবার্তায় সন্দেহজনক হওয়ায় উপস্থিত স্বাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে৪হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন,জিজ্ঞেসাবাদে ধৃত জানায় তার সাথে সহযোগী মাদক কারবারি মো.ওসমান সরোয়ার পিতা জামাল হোসেন,সাং জাদিমুড়া জড়িত রয়েছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।