মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এবিসি ঘোনাস্থ আবু বকর ছিদ্দিক (এবিএস) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমূখর পরিবেশে নতুন বই বিতরণ উৎসব সম্পন্ন হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) সকালে স্কুল ভবনে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী’র সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকা রেহেনা বেগম। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুজানা কর এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুসরাত জাহান রেশমি, বিদ্যালয় পিটিএ কমিটির সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মনসুর আলম, জহির আলম, অভিভাবক মোস্তাক আহমদ প্রমুখ।

পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সরকারের বিনামূল্যে প্রদত্ত নতুন বই আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন।

বই বিতরণ উৎসবে বক্তারা অভিবাবক সহ সংশ্লিষ্ট সকলকে তাদের সন্তানদের পড়ালেখার প্রতি আরো বেশি যত্নবান হতে আহবান জানান। যাতে শিক্ষার্থীরা পড়ালেখায় আরো অধিকতর মনোযোগী হয়।বক্তারা আরো বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কৃতি ও সভ্যতার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কনিকা চৌধুরী, সবিতা দে, ইসুয়া সুলতানা, ব্যবস্থাপনা কমিটির সদস্য রুমানা আক্তার, অন্যান্য সদস্যবৃন্দ, প্রচুর অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এ বছর দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে নতুন কারিকুলামে বই ছাপা হয়েছে। যা শিক্ষার্থীদের আরো বেশি উজ্জীবিত করবে।