ইয়াছির আরাফাত খোকন
সংযুক্ত আমিরাত প্রতিনিধি:
সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর আবুধাবি প্রবাসী চট্টগ্রামের নোয়াপাড়া এলাকার বাসিন্দা নুরুল আলম। তিনি তার পরিবার ১৩ জন সদস্য সহ দুইটি গাড়ী নিয়ে সৌদিয়া ওমরা হজ্ব করার জন্য আমিরাত হতে রউনা দেন। গত ৩১ ডিসেম্বর সৌদি যাওয়ার পথে দুটি গাড়ির একটি গাড়ী চালাচ্ছিলেন নুরুল আলমের বড় মেয়ে রুপসা,যে গাড়ীতে যাত্রী ছিলেন সাতজন। বিকাল ৫ টার সময় রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে হঠাৎ রুপসার গাড়ীর একটি চাকা খুলে যাওয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্বক এই সড়ক দূর্ঘটনা ঘঠে। পরে আহতদের সবাইকে সৌদিয়ার হাসপাতালে নেওয়া হয়। সেই খানে চিকিৎসাধীন অবস্হায় নুরুল আলম এর ছোট ভাই আবু তাহের এর সহধর্মিনী নুর জাহান (৪৭)ও মেয়ে আমিরা (১৩) মৃত্যু বরন করেন। আমিরাতের আবুধাবী শেখ খলিফা বিন যায়েদ ইসলামীয়া স্কুল ও কলেজের সপ্তম ক্লাসের ছাত্রী ছিলেন আমিরা। আজকে নুরুল আলম এর সাথে কমিউনিটি নেতা নাছির তালুকদারের সাথে সৌদিয়া টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি খবরটি নিশ্চিত করেছেন। সকল ধরনের আইনি পক্রিয়া সম্পন্ন হলে সৌদি আরবে দুইজনকে দাফন করা হবে বলেও জানান তিনি। এই ব্যাপারে সৌদিয়া দূতাবাসের কর্মকতা মেহেদী হাসানের সাথেও যোগাযোগ হয়েছে বলে জানান তারা।