আন্তর্জাতিক ডেস্ক
হামাসের উপ-প্রধান সালেহ আল-আরৌরি হত্যার নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এই হত্যাকাণ্ডকে ‘অপরাধ’ বলে বর্ণনা করেছেন তিনি। বুধবার (৩ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।
রাইসি বলেছেন, আল-আরৌরি ছিলেন একজন বিশিষ্ট যোদ্ধা। জনগণের অধিকার রক্ষায় কাজ করেছিলেন তিনি।
গত মাসে ইসরায়েলকে সতর্ক করে ইরান বলেছিল, সিরিয়ায় বিমান হামলায় নিহত দেশটির সিনিয়র ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার রাজি মুসাভির হত্যার প্রতিশোধ নিতে ‘সরাসরি’ পদক্ষেপ নেবে।
স্থানীয় মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, গত সপ্তাহে আইআরজিসি’র মুখপাত্র রমেজান শরিফ বলেছিলেন, ‘মুসাভি হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় আমরা সরাসরি এবং প্রতিরোধ গোষ্ঠীদের মাধ্যমে প্রতিশোধ নেবো।’