এম.এ আজিজ রাসেল:
কক্সবাজার—৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাইমুম সরওয়ার কমল বলেছেন, ‘স্বতন্ত্র প্রার্থী মিজান সাঈদ একজন বেঈমান মানুষ। তিনি ৩০ বছর পর কক্সবাজারে জুড়ে এসে উড়ে বসেছেন। নির্বাচনকে ঘোলা করতে একের পর এক আমার বিরুদ্ধে মামলা করে মিথ্যাচার করছেন। ইতিহাসে কক্সবাজারে রাজনৈতিক দলের নেতাদের মধ্যে মামলা—পাল্টা মামলা হয়নি। কিন্তু তিনি সেই নোংরা সংস্কৃতি চালু করছেন। তিনি বিএনপি—জামায়াতের সাথে বেঈমানী করে এবার আওয়ামী লীগের সাথে বেঈমানী করছেন। মূলতঃ তিনি ইসরাইলের মোসাদের টাকা দিয়ে নির্বাচন করছেন। তাই তিনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এসব ষড়যন্ত্র করছেন।’ বৃহস্পতিবার (০৪ জানুয়ারী) বিকালে শহরের শহীদ দৌলত ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
এমপি কমল বলেন, ‘কক্সবাজারবাসীকে অনেককিছু দিয়েছেন প্রধানমন্ত্রী। এবার পালা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের। আগামী ৭ জানুয়ারী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। নচেৎ দেশ আবারও পিছিয়ে যাবে। মাথাচাড়া দিয়ে উঠবে জঙ্গীবাদ ও দুনীর্তিবাজরা। কক্সবাজার—৩ আসনে প্রধানমন্ত্রীর বদন্যতায় ব্যাপক উন্নয়ন হয়েছে। না চাইতে এখানকার মানুষ হাতের মুঠোয় পেয়েছে রেল লাইন, আন্তর্জাতিক বিমানবন্দর, বিকেএসপি, ঈদগাও উপজেলা গঠন, রামু সেনানিবাসসহ আরও নানা মেগা প্রকল্প। তাই অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করে স্মার্ট কক্সবাজার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন সাবেক সাংসদ মোস্তাক আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা নুরুল আবছার, সাংসদ কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, এডভোকেট তাপস রক্ষিত, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহের, কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, এডভোকেট ফখরুল ইসলাম গুন্দু, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, পৌর যুবলীগের সভাপতি ডালিম বড়ুয়া, সাধারণ সম্পাদক শাহেদ ইমরান ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারূফ আদনান চৌধুরীসহ আরও অনেকেই।
বক্তারা বলেন, ‘ ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ৩ মেয়াদে আওয়ামী লীগ লীগ সরকার গণতান্ত্রিক ধারা ও স্থিতিশীলতা বজায় রেখে জনকল্যাণমুখী ও সুসমন্বিত পরিকল্পনার মাধ্যমে একটি সমতা ও ন্যায়ের ভিত্তিতে গণতান্ত্রিক দেশ বিনির্মাণের পথে জাতিকে অগ্রসরমান রেখেছে। এরই মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণের একটি টেকসই ভিত্তি স্থাপিত হয়েছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারী নির্বাচনে নৌকায় ভোট দিন।’
এর আগে দুপুর থেকে বিভিন্ন এলাকা থেকে শহীদ দৌলত ময়দানে খন্ড খন্ড মিছিল নিয়ে আসে নৌকার সমর্থকেরা। বিকাল গড়াতেই জনসভাস্থল রূপ নেয় জনসমুদ্রে।