নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন পশ্চিম লার পাড়া সিটি পাবলিক নুরানী একাডেমির সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে একাডেমি প্রাঙ্গণে নতুন শিক্ষার্থীদের সবক প্রদান করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলানা আবদুল্লাহ আল আমীন।
বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) এর বার্তা সম্পাদক ও কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম খাইর, সিটি পাবলিক স্কুল ও নুরানী একাডেমীর ম্যানেজিং ডিরেক্টর ও একাডেমিক প্রধান লোকমান হাকিম, পশ্চিম লার পাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক নূরুল আলম, সমাজ উন্নয়ন পরিষদের সহসভাপতি আব্দুশ শুক্কুর।
প্রিন্সিপাল সাহাব উদ্দিনের সভাপতিত্বে সবক প্রদান অনুষ্ঠানে স্কুলের অভিভাবক মোহাম্মদ ইমন, মোঃ রেজাউল করিমসহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তি ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মাওলানা আবদুল্লাহ আল আমীনকে একাডেমির পক্ষ থেকে পরিচালক ও শিক্ষকগণ ফুলেল শুভেচ্ছা জানান।