মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাহ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমল তৃতীয়বারের মতো এমপি হতে যাচ্ছেন। এ আসন ১৭৬ টি ভোট কেন্দ্রের মধ্যে ১৫২ টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের সাইমুম সরওয়ার কমল বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। অবশিষ্ট ২৪টি ভোট কেন্দ্রের ফলাফল এখনো পাওয়া যায়নি।
বিশাল ব্যবধানে সাইমুম সরওয়ার কমল এর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ। এখনো ফলাফল না আসা ভোট কেন্দ্র গুলোর ফলাফল বর্তমান এমপি সাইমুম সরওয়ার কমল এর তৃতীয়বার এমপি হতে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করবেনা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার ৭ ডিসেম্বর সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত ভোট এ আসনে মোট ১৭৬ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁহ) আসনে প্রার্থী ৬ জন। তাঁরা হলেন-
কল্যাণ পার্টির আবদুল আউয়াল মামুন : প্রতীক-হাতঘড়ি, বাংলাদেশ ন্যাশালিস্ট ফ্রন্টের মোহাম্মদ ইব্রাহীম : প্রতীক-টেলিভিশন, জাতীয় পার্টির মোহাম্মদ তারেক : প্রতীক-লাঙ্গল, ন্যাশনাল আওয়ামী পার্টির শামীম আহসান ভুলু : প্রতীক-কুঁড়েঘর, আওয়ামী লীগের সাইমুম সরওয়ার কমল : প্রতীক-নৌকা এবং স্বতন্ত্র ব্যারিস্টার মিজান সাঈদ : প্রতীক-ঈগল।
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁহ) আসনে মোট ভোটার ৪ লক্ষ ৮৯ হাজার ৬১০ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ২ লক্ষ ৬০ হাজার ৫৯৭ জন এবং মহিলা ভোটার ২ লক্ষ ২৯ হাজার ১৩ জন। জেলার ৪ টি আসনের মধ্যে সর্বোচ্চ ভোটার রয়েছে এ আসনে। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৭৬ টি। মোট বুথ সংখ্যা ১ হাজার ৩০ টি। তারমধ্যে, পুরুষ বুথ ৫৩১ টি। মহিলা বুথ ৩৯৯ টি। অস্থায়ী বুথ ১৬ টি। এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট ৬ জন।
কক্সবাজার-৩ আসনের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ১৭ হাজার ১২২ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১ লক্ষ ১৫ হাজার ৫৩২ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ১৫ হাজার ৫৯০ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৭৬ টি।
কক্সবাজার-৩ আসনের মধ্যে রামু উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৮৪ হাজার ৭৫১ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৯৭ হাজার ৫৭১ জন এবং মহিলা ভোটার ৮৭ হাজার ১৮০ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৬৪ টি।
কক্সবাজার-৩ আসনের মধ্যে, ঈদগাঁহ উপজেলায় মোট ভোটার ৮৭ হাজার ৭৩৭ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৪৭ হাজার ৪৯৪ জন এবং মহিলা ভোটার ৪০ হাজার ২৪৩ জন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্র ৩৬ টি। জেলার ৯ টি উপজেলার মধ্যে সর্বনিন্ম সংখ্যক ভোটার রয়েছে ঈদগাঁহ উপজেলায়।