মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এমপি হতে যাচ্ছেন। এ আসনে ১৫৮ টি ভোট কেন্দ্রের মধ্যে ১৪৭ টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে হাতঘড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। অবশিষ্ট ১১টি ভোট কেন্দ্রের ফলাফল এখনো পাওয়া যায়নি।
বিশাল ব্যবধানে সৈয়দ মোহাম্মদ ইবরাহিম এর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতাকারী একই আসনের বর্তমান এমপি জাফর আলম। এখনো ফলাফল না আসা ভোট কেন্দ্র গুলোর ফলাফল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এর এমপি নির্বাচিত হতে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করবেনা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার ৭ ডিসেম্বর সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত এ আসনে মোট ১৫৮ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।
এ আসনে ৭ জন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন- ওয়াকার্স পার্টির আবু মোহাম্মদ বশিরুল আলম : প্রতীক-হাতুড়ি, স্বতন্ত্র কমর উদ্দিন : প্রতীক-কলার ছড়ি, স্বতন্ত্র জাফর আলম : প্রতীক-ট্রাক, স্বতন্ত্র তানভির আহমেদ সিদ্দিকী তুহিন : প্রতীক-ঈগল, ইসলামী ফ্রন্টের মুহাম্মদ বেলাল উদ্দিন : প্রতীক-মোমবাতি, কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইবরাহিম : প্রতীক-হাতঘড়ি এবং জাতীয় পার্টির হোসনে আরা : প্রতীক-লাঙ্গল।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মোট ভোটার ৪ লক্ষ ৮৬ হাজার ২৫২ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ২ লক্ষ ৬০ হাজার ৪৮৮ জন এবং মহিলা ভোটার ২ লক্ষ ২৫ হাজার ৭৬৪ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৫৮ টি। মোট বুথ সংখ্যা এক হাজার ৪৩ টি। তারমধ্যে, পুরুষ বুথ ৫০৪ টি। মহিলা বুথ ৫৩৯ টি। এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট ৭জন।
কক্সবাজার-১ আসনে চকরিয়া উপজেলায় মোট ভোটার ৩ লক্ষ ৫৩ হাজার ২৫২ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১ লক্ষ ৮৮ হাজার ৩৭৪ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৬৪ হাজার ৮৭৮ জন। জেলার ৯ টি উপজেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোটার রয়েছে চকরিয়া উপজেলায়। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ১১৪ টি।
কক্সবাজার-১ আসনে পেকুয়া উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৩৩ হাজার জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৭২ হাজার ১১৪ জন এবং মহিলা ভোটার ৬০ হাজার ৮৮৬ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৪৪ টি।
প্রসঙ্গত, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এর নিজ এলাকা চট্টগ্রামের হাটহাজারী আসন। হাটহাজারী আসনে মহাজোটের প্রার্থী হিসাবে জাতীয় পার্টির কেন্দ্রীয় কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ নির্বাচন করেছেন। কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ সিআইপি এর মনোনয়নপত্র বাতিল হওয়ায় এ আসনে স্থানীয় আওয়ামী লীগ কল্যাণ পার্টির মনোনীত সৈয়দ মুহাম্মদ ইবরাহিম কে সমর্থন করে।