মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ৮১৯৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন। এ আসনে ৩টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। তবে স্থগিত রাখা কেন্দ্র ৩ টির মোট ভোটের চেয়ে বিজয়ী ও নিকটতম প্রার্থীর ভোটের ব্যাবধান বেশি হওয়ায় স্থগিত রাখা কেন্দ্র ৩টিতে আর ভোট গ্রহণ করা হবেনা। তাই ১৫৮ টি ভোট কেন্দ্রের মধ্যে ১৫৫ টি ভোট কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে রেজাল্ট চুড়ান্ত করা হয়েছে।
২৯০৫৯ ভোটের বিশাল ব্যবধানে সৈয়দ মোহাম্মদ ইবরাহিম এর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতাকারী একই আসনের বর্তমান এমপি জাফর আলম। জাফর আলম পেয়েছেন মোট ৫২৮৯৬ ভোট।
এ আসনে মোট প্রার্থী ছিলেন ৭ জন। বিজয়ী সৈয়দ মোহাম্মদ ইবরাহিম ও জাফর আলম ব্যতীত বাকী ৫ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত বাজেয়াপ্ত হওয়া প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন-জাতীয় পার্টি হোসনে আরা লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৭৩ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ বেলাল উদ্দিন মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৬৯১ ভোট, ওয়ার্কাস পার্টির হাজী আবু মোহাম্মদ বশিরুল আলম হাতুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমদ সিদ্দিকী তুহিন ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ২৪৪ ভোট ও স্বতন্ত্র প্রার্থী কমর উদ্দিন আরমান কলার ছড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১৮০ ভোট। জামানত বহাল রাখতে হলে এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কমপক্ষে ১৭৫৭৭ ভোট পেতে হবে।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৮৬ হাজার ২৫২ জন। এ আসনে মোট কাস্টিং ১৪০৬১৩ ভোট। মোট বৈধ ১৩৭২৭৬ ভোট। বাতিল ভোট ৩৩৩৭ ভোট। মোট কাস্টিং ভোটের ১২’৫০% ভোট না পেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এ আসনে প্রদত্ত ভোটের হার ২৮’৯২%।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মোট ভোটার ৪ লক্ষ ৮৬ হাজার ২৫২ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ২ লক্ষ ৬০ হাজার ৪৮৮ জন এবং মহিলা ভোটার ২ লক্ষ ২৫ হাজার ৭৬৪ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৫৮ টি। মোট বুথ সংখ্যা এক হাজার ৪৩ টি। তারমধ্যে, পুরুষ বুথ ৫০৪ টি। মহিলা বুথ ৫৩৯ টি। এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট ৭জন।
কক্সবাজার-১ আসনে চকরিয়া উপজেলায় মোট ভোটার ৩ লক্ষ ৫৩ হাজার ২৫২ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১ লক্ষ ৮৮ হাজার ৩৭৪ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৬৪ হাজার ৮৭৮ জন। জেলার ৯ টি উপজেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক ভোটার রয়েছে চকরিয়া উপজেলায়। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ১১৪ টি।
কক্সবাজার-১ আসনে পেকুয়া উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৩৩ হাজার জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৭২ হাজার ১১৪ জন এবং মহিলা ভোটার ৬০ হাজার ৮৮৬ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৪৪ টি।
প্রসঙ্গত, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এর নিজ এলাকা চট্টগ্রামের হাটহাজারী (চট্টগ্রাম-৫) আসন। হাটহাজারী আসনে মহাজোটের প্রার্থী হিসাবে জাতীয় পার্টির কেন্দ্রীয় কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ নির্বাচিত হয়েছেন। কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ সিআইপি এর মনোনয়নপত্র বাতিল হওয়ায় এ আসনে স্থানীয় আওয়ামী লীগ কল্যাণ পার্টির মনোনীত সৈয়দ মুহাম্মদ ইবরাহিম কে সমর্থন করেছে।