মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রোববার ৭ ডিসেম্বর অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৬ জন প্রার্থীর মধ্যে বিজয়ী সাইমুম সরওয়ার কমল ব্যতীত বাকী ৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

রিটার্নিং অফিসারের কার্যালয় সুত্রে এ তথ্য জানা গেছে।কক্সবাজার-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমল ১৭৬ টি ভোট কেন্দ্রে মোট ১৬৭০৩৬ ভোট পেয়ে তৃতীয়বারের মতো বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন।

১৪৫০৯০ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী সাইমুম সরওয়ার কমল এর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ। ব্যারিস্টার মিজান সাঈদ পেয়েছেন মোট ২১৯৪৬ ভোট। তবে ব্যারিস্টার মিজান সাঈদ ২১৯৪৬ ভোট পেয়েও জামানত হারিয়েছেন।

এ আসনে মোট ভোটার ৪ লক্ষ ৮৯ হাজার ৬১০ জন। মোট কাস্ট হয়েছে ১৯৫৫০৭ ভোট। তারমধ্যে, বাতিল হয়েছে ৩৩৯০ ভোট। মোট বৈধ ১৯২১১৭ ভোট। মোট ভোটের তুলনায় কাস্টিং ভোটের হার ৩৯’৯৩% ভাগ।

কক্সবাজার-৩ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে শুধুমাত্র বিজয়ী সাইমুম সরওয়ার কমল ব্যতীত বাকী ৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের বিধান মতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত বহাল রাখতে হলে মোট কাস্টিং ভোটের আট ভাগের একভাগ অর্থাৎ ১২’৫০% ভাগ ভোট পেতে হবে। সে অনুযায়ী কক্সবাজার-৩ আসনে ২৪৪৩৯ ভোটের নীচে যাঁরা ভোট পেয়েছেন, তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মনোনয়নপত্রের সাথে দাখিল করা জামানতের পরিমাণ ছিল ২০ হাজার টাকা।

জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন-স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ : প্রতীক-ঈগল (প্রাপ্ত ভোট-২১৯৪৬ ভোট)। জাতীয় পার্টির মোহাম্মদ তারেক : প্রতীক-লাঙ্গল (প্রাপ্ত ভোট-১৩৭১)। কল্যাণ পার্টির আবদুল আউয়াল মামুন : প্রতীক-হাতঘড়ি (প্রাপ্ত ভোট-৯৮৮)। ন্যাশনাল আওয়ামী পার্টির শামীম আহসান ভুলু : প্রতীক-কুঁড়েঘর (প্রাপ্ত ভোট-৫০৫) এবং বাংলাদেশ ন্যাশালিস্ট ফ্রন্টের মোহাম্মদ ইব্রাহীম : প্রতীক-টেলিভিশন (প্রাপ্ত ভোট-২৬৮)।

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁহ) আসনে মোট ভোটার ৪ লক্ষ ৮৯ হাজার ৬১০ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ২ লক্ষ ৬০ হাজার ৫৯৭ জন এবং মহিলা ভোটার ২ লক্ষ ২৯ হাজার ১৩ জন। জেলার ৪ টি আসনের মধ্যে সর্বোচ্চ ভোটার রয়েছে এ আসনে। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৭৬ টি। মোট বুথ সংখ্যা ১ হাজার ৩০ টি। তারমধ্যে, পুরুষ বুথ ৫৩১ টি। মহিলা বুথ ৩৯৯ টি। অস্থায়ী বুথ ১৬ টি। এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট ৬ জন।

কক্সবাজার-৩ আসনের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ১৭ হাজার ১২২ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১ লক্ষ ১৫ হাজার ৫৩২ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ১৫ হাজার ৫৯০ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৭৬ টি।

কক্সবাজার-৩ আসনের মধ্যে রামু উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৮৪ হাজার ৭৫১ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৯৭ হাজার ৫৭১ জন এবং মহিলা ভোটার ৮৭ হাজার ১৮০ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্র ৬৪ টি।

কক্সবাজার-৩ আসনের মধ্যে, ঈদগাঁহ উপজেলায় মোট ভোটার ৮৭ হাজার ৭৩৭ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৪৭ হাজার ৪৯৪ জন এবং মহিলা ভোটার ৪০ হাজার ২৪৩ জন। এ উপজেলায় মোট ভোট কেন্দ্র ৩৬ টি। জেলার ৯ টি উপজেলার মধ্যে সর্বনিন্ম সংখ্যক ভোটার রয়েছে ঈদগাঁহ উপজেলায়।